সুপারনিউমারিতে পদোন্নতি চান জনতা ব্যাংকের ১১৬০ কর্মকর্তা
সুপারনিউমারির ভিত্তিতে দ্রুত পদোন্নতির দাবি জানিয়েছেন জনতা ব্যাংকের অফিসার (ক্যাশ) ও অফিসার পদমর্যাদার ১১৬০ কর্মকর্তা।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পদোন্নতিবঞ্চিত বলেন, ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত নিয়োগ পাওয়া এবং বর্তমানে কর্মরত ১৯১৮ জনের মধ্যে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পদোন্নতি পেয়েছেন মাত্র ৭৫৮ জন। কিন্তু এখনো ১১৬০ জন কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত রয়েছেন।
কর্মকর্তাদের দাবি, যাদের চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি এবং ব্যাংকিং ডিপ্লোমা পার্ট-১ সম্পন্ন করেছেন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের সবার পদোন্নতির বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি সুরাহা হলে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের হতাশা কমবে এবং ব্যাংকের প্রতি তারা আরো দায়িত্বশীল হবেন।
তারা আরও জানান, ২০১১ ও ২০১২ সালে যোগদানকারী কর্মকর্তারা গত ১ জুলাই থেকে প্রত্যেকেই সিনিয়র স্কেলে বা তদূর্ধ্ব বেতন ভোগ করেছেন। ফলে তাদের পদোন্নতি দেয়া হলে ব্যাংকের কোনো আর্থিক ক্ষতিও হবে না।
চলতি বছরের ৭ অক্টোবর দেশের অপর রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক যাদের চাকরির মেয়াদ কমপক্ষে পাঁচ বছর পূর্ণ হয়েছে তাদের প্রায় দুই হাজার ২০০ জনকে পদোন্নতি দিয়েছে বলেও উল্লেখ করেন তারা।